একক ব্যক্তির প্রচেষ্টায় ব্যক্তিগত বিশ্ব রেকর্ড গড়ে ওঠে। আবার দলগত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে দলগত বিশ্ব রেকর্ড। তারই নজির তৈরি করেছেন সুইডেনের খ্যাতিমান আসবাবপত্রের প্রতিষ্ঠান ইকেয়ার দুই হাজার ৫২জন কর্মী। পায়জামা পার্টির আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ইকেয়া।
দেশটির আলমহুল্টে ইকেয়া আয়োজন করেছিল পায়জামা পার্টি। ওই পার্টিতে পার্টি ড্রেসের পরিবর্তে একই রঙের টু-পিস পরে হাজির হয়েছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এই ধরনের পোশাক পরে মানুষ সাধারণত ঘুমাতে যায়।
ইকেয়ার কর্মীরা যে পায়জামা পরেছিল সেগুলো নীল রঙের জমিনে হলুদ-খয়েরি-কালোর মিশেল বল প্রিন্ট করা। এর পাশাপাশি হলুদ রঙের বর্ডার দেওয়া। জামাগুলো ছিল খাটো হাতার।
ইকেয়ার কর্মকর্তারা বলেছেন, ভালো ঘুমের জন্য শোবার ঘরের সজ্জা আরও উন্নত করতে এবং এর গুরুত্ব তুলে ধরতে তারা একত্রিত হয়েছিলেন। তারা যে উদ্যোগ নিয়েছেন, তারই অংশ।
ইকেয়া ‘লাইফ অ্যাট হোম রিপোর্ট’ নামের একটি জরিপ পরিচালনা করেছে। ওই জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মানুষ ঘরে ঠিকমতো ঘুমাতে পারাটাকে তাদের গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন।