জাতীয়

পিআইও হিসেবে যোগ দিলেন নিজামূল কবীর 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে যোগ দিয়েছেন মো. নিজামূল কবীর।

বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কার্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

মো. নিজামূল কবীর বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।