গাজীপুরের শ্রীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ১১ পোশাক শ্রমিক আহত হয়েছেন। আহতরা সবাই সাইটালিয়া এলাকার কটেক্স পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে দুর্ঘটনাটি হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- তেলিহাটি ইউনিয়নের বিধায় গ্রামের রাহিমা আক্তার (২৫), আবদার গ্রামের শরিফা আক্তার (২৭), কাওরাইদ ইউনিয়নের লালপুকুর পাড় এলাকার নিপা আক্তার (২৮), কাওরাইদ গ্রামের আনোয়ারা বেগম (৩০), মুন্নি আক্তার (৩২), শরিফা আক্তার (৩০), বলদীঘাট গ্রামের নূরুল ইসলাম (৪০), হাসিনা আক্তার (৩০), জৈনা বাজার এলাকার লিলি আক্তার (২২), শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার মাসুম (১৮) এবং গফরগাঁওয়ের পাগলা গ্রামের ঝুমা আক্তার (৩৭)। তারা সবাই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া থেকে কটেক্স পোশাক কারখানার ২৫ জন শ্রমিকবাহী একটি বাস কাওরাইদ যাচ্ছিল। জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসে থাকা শ্রমিকরা ভয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন বাসের জানালার গ্লাস ভেঙে শ্রমিকদের উদ্ধার করেন। বাসে যারা ছিলেন তাদের বেশিরভাগ নারী শ্রমিক। এ ঘটনায় ১১ জন শ্রমিক কমবেশি আহত হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, সাইটালিয়া এলাকার কটেক্স পোশাক কারখানার ১১ শ্রমিক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি সোহেল রানা বলেন, শ্রমিক বহনকারী বাস উল্টে যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেননি।