সারা বাংলা

হিলিতে কেজিতে ৬০ টাকা কমলো কাঁচামরিচের দাম

দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। প্রকার ভেদে ২০০ টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, দেশি ও ভারতীয় কাঁচামরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। গত মঙ্গলবার ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ২০০ টাকা কেজি দরে। একদিন পর বুধবার সকাল থেকে তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি হিসেবে। বাজারে দেশি ও ভারতীয় কাঁচামরিচ আমদানি বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে এসব কাঁচামরিচের দাম। তবে সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রয়েছে। এই দাম যদি আরও একটু কমানো হয় তাহলে নিম্ন আয়ের মানুষের জন্য ভালো হয়। 

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, দুইদিন আগেও আমি ২০০ টাকা কেজি হিসেবে কাঁচামরিচ কিনেছিলাম। এখন তা কিনলাম খুচরা ১৪০ টাকা কেজি হিসেবে। তবে যদি কাঁচামরিচের বাজার আরও কমলে আমরা অনেক উপকৃত হতাম। 

কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, বর্তমান বাজারে কাঁচামরিচের দাম অনেকটা কমে গেছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাজারে দেশি কাঁচামরিচও বেশি আমদানি হচ্ছে। যার কারণে দাম কমে যাচ্ছে। আমরা ১৩০ টাকা কেজি পাইকারি কিনে তা ১৪০ টাকা কেজি বিক্রি করছি। আশা করছি দুই একদিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে।