সারা বাংলা

মাগুরার দু’টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার 

মাগুরার শ্রীপুরে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তবে আগ্নেয়াস্ত্র দু’টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। 

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ ওয়ার্ডের গ্রাম পুলিশ বিকাশ দাসের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। চাকদাহ গ্রামের তুহিন কাজীর সারের গোডাউনের সামনে চাকদাহ-নবগ্রাম পাকা সড়কের পাশে একটি সাদা শপিং ব্যাগের ভিতরে পিস্তল সাদৃশ্য দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। যার মধ্যে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান। 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সারাদেশে এখন সরকারের পুলিশ বাহিনীর লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার চলছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের লাইসেন্স দেওয়া সকল অস্ত্র জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। গত ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। ৪ সেপ্টেম্বর থেকে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমরা মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি ৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।