ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের মূল্য তালিকা মেনে নিয়েছে টিএসসির খাবার দোকানিরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের বিপরীতে কথিত টিএসসিতে খাবারের দাম পুনর্নির্ধারণ করে মূল্য তালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। তবে সেটা মেনে নিয়েছেন সংশ্লিষ্ট দোকানিরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করেন বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।

শিক্ষার্থীদের দেওয়া মূল্য তালিকায় দেখা যায়, রং চায়ের দাম দুই টাকা কমিয়ে ছয় টাকা, দুধ চা দুই টাকা কমিয়ে আট টাকা, কেক পাঁচ টাকা কমিয়ে ১০ টাকা, রুটি পাঁচ টাকা কমিয়ে ১০ টাকা, কলা ১০ টাকা, বাটার বান ২০ টাকা, শিঙারা পাঁচ টাকা, পাকোড়া পাঁচ টাকা, সমুচা ১০ টাকা, ভেজিটেবল রোল ১০ টাকা, চিকেন রোল পাঁচ টাকা কমিয়ে ২৫ টাকা, ডিম চপ ১০ টাকা, স্যান্ডউইচ পাঁচ টাকা কমিয়ে ৩০ টাকা ও ডিম জালি পাঁচ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

সকালের নাশতার আইটেমের মূল্য তালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ছয় টাকা, ডাল অথবা ভাজি ১০ টাকা, ডিম ভাজি ২০ টাকা, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।

এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্য তালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্য তালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন। তারা আমাদের কথা দিয়েছেন, খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।

টিএসসির সিরাজ নামে এক দোকানদার বলেন, সাধারণ শিক্ষার্থীরা এসে আমাদের সবার সঙ্গে বসেছিলেন। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি এবং সেই প্রেক্ষিতে তারা দাম নির্ধারণ করে দিয়েছেন। এখন থেকে সুন্দরভাবে দোকান করতে পারব। এখন ছাত্রলীগের কোন চাঁদাবাজি নেই, সে কারণে নির্ধারিত দামগুলো নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

এর আগে, গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে পাঁচটি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে এ খাবার মূল্য তালিকা করা হয়।