সারা বাংলা

নওগাঁয় ক্ষেত থেকে ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছি উপজেলার খলসি গ্রামের এক ক্ষেত থেকে ফয়জুল (৫০) নামে এক গুড় ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ফয়জুল বদলগাছি উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। 

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, এলাকাবাসীর ভাষ্যমতে নিহত ফয়জুল শারীরিকভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রাতে খসলি মোড়ে চা খেতে গিয়ে আর বাড়ি ফেরেনি। আজ সকালে ওই এলাকার একজন কৃষক পটল ক্ষেতে ফয়জুলের মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।