ফের মা হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রানিতা সুভাষ। সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩১ বছর বয়সি এই অভিনেত্রী। প্রানিতা-নিতিন দম্পতির এটি দ্বিতীয় সন্তান।
টাইমস অব ইন্ডিয়াকে প্রানিতা সুভাষ বলেন, “পুত্রের আগমন আমাকে অভিভূত করেছে। আমরা রোমাঞ্চিত। অর্ণা (কন্যা) তাকে (ছেলে) ‘বেবি’ বলে ডাকছে। আমার মনে হয়, সে বুঝতে পারছে না এটি তার ছোট ভাই।”
প্রথম প্রেগন্যান্সির চেয়ে এবার বেশি প্রস্তুত ছিলেন প্রানিতা। এ বিষয়ে তিনি বলেন, ‘অর্ণা যখন আমার গর্ভে ছিল, তখন আমি সবার পরামর্শ শুনেছি এবং সে অনুযায়ী চলেছি। আমি কিছু জানতাম না। আমি এখন অনুভব করছি যে, আমি আরো বেশি শান্ত। কারণ আমি নিজের সম্পর্কে জানি। আমি জানি কোন সময়ে কী দরকার।’
খুব দ্রুত কাজে ফিরবেন প্রানিতা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি। কিন্তু এটাও বুঝতে পারছি, খুব বেশি সময় আরাম করতে পারব না এবং খুব বেশি সময় চিল আউট করাও সম্ভব না। অর্ণার জন্মের পরও আমি খুব বেশি দিন কাজ থেকে দূরে থাকিনি। আমি কাজ করতে ভালোবাসি। আশা করছি, যতটা দ্রুত সম্ভব কাজে ফিরব।’
উল্লেখ্য, ২০২১ সালে নিতিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রানিতা। ২০২২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় কন্যা অর্ণা।