ইউরোপীয় ইউনিয়নের সাবেক ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ারকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, তিনি বার্নিয়ারকে ‘দেশের সেবায় একটি ঐক্যবদ্ধ সরকার’ গঠনের দায়িত্ব দিয়েছেন।
ম্যাক্রোঁ জুনে আগাম পার্লামেন্ট নির্বাচন ডেকে ফ্রান্সকে হতবাক করে দিয়েছিলেন। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়েছে এবং রাজনৈতিক বিভক্তি আরো গভীর হয়েছে।
নির্বাচনে বামপন্থী জোট ফ্রান্সের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ম্যাক্রোঁর মধ্যপন্থী উপদল এবং অতি ডানপন্থীরা অন্য দুটি প্রধান গ্রুপ তৈরি করে। বার্নিয়ারের ঐতিহ্যবাহী ডানপন্থী দল চতুর্থ স্থানে রয়েছে এবং পার্লামেন্টে এই দল ৪৭টি আসন পেয়েছে।
বার্নিয়াার সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের স্থলাভিষিক্ত হয়েছেন। ১৬ জুলাই নির্বাচনের পরে পদত্যাগ করেছিলেন। কিন্তু ম্যাক্রোঁ তাকে তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব দিয়ে রেখেছিলেন।