সারা বাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিশান মাহমুদ, আহনাফ রহমান আবিদ, আব্দুর রহিম রবিন ও নাফিসা দিয়া।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কিছু রাজনৈতিক দলের নেতা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও হুমকি ধামকি দিচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে হুমকির শিকার হচ্ছেন মূল ধারার আন্দোলনকারীরা।