সারা বাংলা

কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছেন। দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিমল কৃষ্ণ বিশ্বাসের এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিমল কৃষ্ণ বিশ্বাসের আত্মীয় জানান,‌ গত মঙ্গলবার অবৈধভাবে বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা হয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাকে বিএসএফ আটক করে হাকিমপুর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে বিএসএফের সদস্যরা তাকে স্বরুপনগর থানায় হস্তান্তর করেন।

তিনি আরো জানান, স্বরুপনগর থানা থেকে গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিমল কৃষ্ণ বিশ্বাসকে বশিরহাট কোর্টে পাঠানো হয়। তিনি বর্তমানে কলকাতার বসিরহাট কোর্ট হাজতে রয়েছেন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরুপনগর থানায় দায়েরকৃত মামলা নম্বর-৪৮৬/২৪।

এদিকে, বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মিষ্টি বিতরণ করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, ‘বিগত ১১ বছর বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন। আমরা চাই বিমল কৃষ্ণ বিশ্বাসকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করা হোক।’

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ বলেন, বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া ও ঢাকায় রাজনীতি করতেন। ৫ আগস্টের আগে তিনি ঢাকায় ছিলেন। তার নামে ঢাকায় মামলা থাকতে পারে। তাই আমরা চাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।’

এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আয়নাল হোসেন শেখের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের নামে কোটালীপাড়া থানায় কোনো মামলা নেই।’