গোপালগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত ইলাহি শিকদার (২৫) কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের মহি শিকদারের ছেলে। জেলা কারাগারের সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ইলাহি শিকদার। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্ত শেষে এই বিষয়ে জানা যাবে।