নাটোর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর ইসলাম মাসুমের বাসায় অভিযান চালিয়ে চাকু ও বারুদ জব্দ করেছে যৌথবাহিনী। এসময় তারা সেখান থেকে দুই জনকে গ্রেপ্তার করে। পরে মাসুম সদর থানায় গিয়ে আত্নসমর্পণ করেন। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের নিচাবাজর এলাকায় মাসুমের বাড়িতে অভিযান চালানো হয়।
মাসুম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন দলটির জেলা দপ্তর সম্পাদক আছলাম মাস্টার।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- তিনটি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শট গানের তাজা বারুদ, তিন রাউন্ড খালি খোসা, চারটি অস্ত্রের স্কোপ, তিনটি অস্ত্রের বাট ও একটি গুলতি।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্যানেল মেয়র মাসুমের ছোটভাই জিল্লুর রহমান সবুজ ও স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়া। মাসুম নিজে সদর থানায় গিয়ে আত্মসমার্পণ করেন।
নাটোর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।