খেলাধুলা

ধোনির রেকর্ড ছুঁলেন ধ্রুব জুরেল

মাহেন্দ্র সিং ধোনি ২০০৪-২০০৫ মৌসুমে দলীপ ট্রফিতে এক ইনিংসে রেকর্ড ৭টি ক্যাচ নিয়েছিলেন। ২০ বছর পর তার সেই রেকর্ড ছুঁলেন ধ্রুব জুরেল। ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আজ রোববার (০৮ সেপ্টেম্বর) দলীপ ট্রফিতে ভারত ‘এ’ দলের হয়ে ভারত ‘বি’ দলের বিপক্ষে খেলার সময় ধোনির রেকর্ড স্পর্শ করেন।

এই ম্যাচে ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ‘বি’ দলকে মাত্র ১৮৪ রানে অলআউট করে। উইকেটের পেছনে জুরেল ৭টি ক্যাচ নেন। তিনি যশস্বী জয়সওয়াল, আভিমানু ইশ্বরন, মুশির খান, সরফরাজ খান, নিতিশ রেড্ডি, সাই কিশোরী ও নবদীপ সাইনির ক্যাচ ধরেন। ‘বি’ দলকে ১৮৪ রানে অলআউট করে তারা ২৭৫ রানের লক্ষ্য পায়।

উইকেটের পেছনে দুর্দান্ত ভূমিকা পালন করলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি জুরেল। তিনি প্রথম ইনিংসে ১৬ বল খেলে মাত্র ২ রান করে আউট হন। আর দ্বিতীয় ইনিংসে মারেন গোল্ডেন ডাক।

ধোনির আগে উইকেটের পেছনে ৭ জনকে আউট করার রেকর্ড ছিল সুনীল বেঞ্জামিনের দখলে। তিনি ১৯৭৩ সালে দলীপ ট্রফির ফাইনালে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ৬টি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্ট্যাম্পিং করেছিলেন।