কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে দুই জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী (৩২) ও অপরজন পুরুষ (৩৫)। রোববার (৮ সেপ্টেম্বর) ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের ভৈরবপুর এলাকার ২৭ নম্বর সেতুতে এ ঘটনা হয়।
উপ-পরিদর্শক মো. আকবর হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আজ সকাল সাড়ে ৮টার দিকে ভৈরবপুর এলাকার ২৭ নম্বর রেলওয়ে সেতু অতিক্রম করছিল। এসময় দুজন সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন। তারা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি তাদের ধাক্কা দেয়। ফলে দুই জনই সেতু থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহত পুরুষকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর আহত নারীও মারা যান।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা অপেক্ষায় আছি। মরদেহ দুটি রেলওয়ে থানায় রাখা হয়েছে। যদি নিহতের পরিবার থেকে কেউ না আসেন বা তাদের পরিচয় না পাওয়া যায় তাহলে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।