সারা বাংলা

হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ‘দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ষড়যন্ত্রকারীরা চায় না এ দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।’ 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘দেড় দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতাদের ওপর পতিত স্বৈরাশাসক অকথ্য নির্যাতন করেছে। জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন হলেও জনগণের ভোটের অধিকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।’ 

তিনি আরো বলেন, ‘এই অঞ্চলের আম, চিংড়ি ও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশে উন্নয়ন সম্ভব। জনগণের সরকার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব না।’

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত  কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন প্রমুখ।