নড়াইলের কালিয়া উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
নিহত নাসিম শেখ রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল ইসলাম শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে আরবি পড়ার জন্য নাসিম শেখ পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়। পড়া শেষে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে তার মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখতে পান নাসিম শেখ রাস্তার ওপর পড়ে রয়েছে। এসময় স্থানীয় লোকজন নাসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নাসিম শেখ নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।