পাবনায় পৃথক স্থানে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার ও সোমবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলা থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গতকাল রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার রাজাপুর গ্রামের ক্যালিকো মেইনগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করে।
আজ ভোরের দিকে গোয়েন্দা পুলিশের আরেকটি দল আটঘরিয়া উপজেলার একদন্ত বাড়ইপাড়া গ্রামের মর্ডান কেজি স্কুল এর পিছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেল সদৃশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে একই দল পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের জনৈক বাদশার লিচু বাগানের মধ্যে অভিযান চালিয়ে আরো একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।