সারা বাংলা

মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত আইনজীবীর মৃত্যু

মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সরদার জয়নাল আবেদীন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

জয়নাল আবেদীন মাদারীপুর আদালতের একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। 

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে জয়নাল আবেদীন নামে এক আইনজীবীকে শনিবার দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান জয়নাল আবেদীন। 

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবী মারা গেছেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছেন সে বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।