সারা বাংলা

ত্রাণের চাল উদ্ধার করে বন্যার্তদের মাঝে বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে গোডাউন থেকে ৩ মেট্রিকটন ত্রাণের চাল জব্দ করে বন্যার্তদের মাঝে বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ সেপ্টেম্বর) তালিকা অনুযায়ী এসব চাল বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়। এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় কছিম বাজারের জাহাঙ্গীর আলম নামে একজনের গোডাউন থেকে এই তিন মেট্রিকটন ত্রাণের চাল জব্দ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল। 

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের বন্যায় বানভাসিদের জন্য বরাদ্দকৃত ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল (তিন মেট্রিকটন)  উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া। নিয়ম অনুযায়ী চেয়ারম্যান চালগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে না রেখে সেগুলো কছিম বাজারের এক ব্যক্তির গোডাউনে রাখেন। 

স্থানীয়দের অভিযোগ, বন্যা পার হলেও চালগুলো বিতরণ না করে তা গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান অন্য এক ব্যক্তির  গোডাউনে রেখেছেন। খবর পেয়ে তারা স্থানীয় লোকজনসহ গোডাউনের সামনে অবস্থান নেন এবং উপজেলা প্রশাসনকে খবর দেন।

অভিযুক্ত কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, গোডাউন থেকে চালগুলো উত্তোলন করার পর দেশের অবস্থা স্বাভাবিক না থাকায় বন্যার্তদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। সোমবার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসে তালিকা অনুযায়ী বন্যার্তদের মধ্যে সেসব চাল বিতরণ করেছেন। 

সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল বলেন, প্রথমে  ইউএনও বিষয়টি জানতে পেরে আমাকে ঘটনাস্থলে পাঠান। ইউনিয়ন পরিষদের গোডাউনে চাল না রেখে তিনি অন্য ব্যক্তির গোডাউনে রেখেছিলেন। পরে তার নির্দেশে গোডাউনে রাখা ত্রাণের জন্য বরাদ্দকৃত চালগুলো জব্দ করি। আজ সেগুলো বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, প্রথমত ত্রাণের চাল উত্তোলন করার পর তিনি বিতরণে বিলম্ব করেছেন। দ্বিতীয়ত, উত্তোলিত চালগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে না রেখে ব্যক্তি মালিকানাধীন গোডাউনে রেখেছিলেন। চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে এসব অভিযোগের প্রমাণ পেয়েছি। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে লিখিতভাবে জানানোর পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।