লাইফস্টাইল

অফিসের ব্যাগে ছাতা রাখছেন, কীভাবে ভালো রাখবেন জেনে নিন

রোদে ছায়া দেয় আবার বৃষ্টি থেকেও রক্ষা করে ছাতা। এটি কখনো কখনো ফ্যাশনের অনুসঙ্গ আবার কখনো আভিজাত্যের প্রতীক। প্রাচীনকাল থেকেই ছাতা ব্যবহার হয়ে আসছে। আধুনিক জীবন যাপনেও এর আবেদন ম্লান হয়নি। ছাতা ভালো রাখার জন্য প্রয়োজন বিশেষ যত্ন। আমরা অনেক সময় অফিসের ব্যাগে টিফিন বক্সের পাশেই ছাতা রাখি। এই অভ্যাস কতটুকু ঠিক, আর কি কি করলে ছাতা ভালো থাকবে সেই বিষয় নিয়ে সাজানো এই আর্টিকেল।

ছাতার যত্ন কীভাবে নেওয়া যায়— এসম্পর্কে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন শওকত হোসেন। তিনি প্রায় ৪০ বছর ধরে ছাতা ঠিক করার কাজে নিয়োজিত। রাইজিংবিডির পাঠকদের জন্য শওকত হোসেনের পরামর্শ—

১. অনেকেই ব্যাগে গরম টিফিন বক্সের সঙ্গে ছাতা বহন করেন যা ঠিক নয়। এতে ছাতার কাপড় গরমে নষ্ট হয় এবং অনেকাংশে পুড়ে যায়।

২. বৃষ্টিভেজা ছাতা বাসায় নিয়ে ফ্যানের নিচে রেখে শুকাতে হবে বা ছাতা মেলে রাখতে হবে। এতে ছাতায় জং ধরবে না, কাপড় নষ্ট হবে না। 

৩. ছাতার শিকগুলোতে সপ্তাহে একদিন নারকেল তেল দিলে শিক ও জোড়াগুলো ভালো থাকবে।

৪. রাস্তায় হাঁটার সময় ছাতা যেন অন্য ছাতার সঙ্গে বা রিক্সায় লেগে না যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে।

৫. বৃষ্টির সময় যদি বেশি জোড়ে বাতাস ওঠে তখন ছাতার হ্যান্ডেল ও ছাতার হাতা শক্ত করে ধরে একটু ছোট করে নিতে হবে। নয়তো ছাতা বাতাসে ভেঙে যাবে।

শওকত হোসেন আরও জানিয়েছেন,  তিন ভাঁজ করা ছাতার চেয়ে দুই ভাঁজ করা ছাতা বেশি টেকসই। ছাতা কেনার ক্ষেত্রে অটো ওপেন, অটো ক্লোজ ডোর ছাতা কেনা ভালো। বাজারে ৮/১০/১২ শিকের ছাতা পাওয়া যায় এর মধ্যে ১০ শিকের ছাতা বেশি শক্ত হয়।