সারা বাংলা

পৌরকর প্রত্যাহারের দাবিতে মাগুরায় প্রতিবাদ সমাবেশ

মাগুরায় পৌরকর প্রত্যাহার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়াসহ পুরবাসীর নানা সমস্যার কথা তুলে ধরে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক কমিটি। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা পুরবাসীর সমস্যার কথা তুলে ধরে বলেন, পৌরসভার পৌরকর কোনো প্রকার আলোচনা ছাড়াই কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। পৌরকর দেওয়ার পরও তেমন পৌরসেবা পাই না। এ পৌরসভায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠেনি। এতে করে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়। 

বক্তারা আরও বলেন, শহরের ময়না-আবর্জনা পরিষ্কারের ভালো কোনো ব্যবস্থাপনা নেই। রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা। মানুষের দুর্ভোগের শেষ নেই। এছাড়া রাতের বেলা মশার উৎপাতে বাসা বাড়িতে থাকাই দুষ্কর হয়ে পড়েছে। পৌর সভার পক্ষ থেকে কোনো প্রকার মশা নিধনের ওষুধ ছিটানো হয় না। 

এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- এটিএম মহব্বত আলী, অধ্যক্ষ কাজী ফিরোজ, শিক্ষক নজরুল ইসলাম, প্রকৌশলী শম্পা বসুসহ পৌর সভার বিভিন্ন পেশার মানুষ।