আন্তর্জাতিক

মণিপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষ

ছাত্রদের রাজভবন অভিযান ঘিরে মণিপুরে মঙ্গলবার ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৪০ জন শিক্ষার্থী। 

এদিকে, মণিপুরে ইন্টারনেট পরিষেবা পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মণিপুরে সব জায়গায় ইন্টারনেট বন্ধ থাকবে। 

গত কয়েকদিন ধরেই মণিপুরে একের পর এক ড্রোন হামলায় বোমা বিস্ফোরণের খবর আসতে থাকে। বলা হচ্ছে, কুকি সম্প্রদায়ের যোদ্ধার এই ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় রাজ্যে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়।

মঙ্গলবার ডিজিপি ও রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সরব হয়ে ছাত্ররা রাজভবন অভিযানের ডাক দিয়েছিল। এছাড়াও এই ড্রোন ও মিসাইল হামলার নেপথ্যে, কারা রয়েছে, তাদের শাস্তির দাবিতে সরব হন ছাত্ররা। শিক্ষার্থীদের সঙ্গে এদিন যোগ দেন নারীরাও। এরপর ইম্ফলের বিটি রোডে তাদের আটকায় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘাত হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, মার্বেলের গোলা, পাথর ছুড়ে মেরেছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। 

মণিপুরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভে অংশ নেন। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেন। তারাও মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তাদের পশ্চিম ইম্ফলের কাকওয়ার কাছে আটকে দেয় পুলিশ। এ

মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যে মণিপুরে অশান্ত পরিস্থিতির কারণে আগামী পাঁচ দিন মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড সহ সব ইন্টারনেট যোগাযোগ বন্ধ করা হয়েছে।