ক্যাম্পাস

পাবিপ্রবিতে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়ে ‘ছাত্র-নাগরিক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক্সাম হলের তৃতীয় তলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রশাসনিক ও আর্থিক প্রধান মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, আন্দোলনে শহিদ জাহীদ ও নিলয়ের পিতা, আন্দোলনে নিহত ও আহতের পরিবারের সদস্যসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এ সময় ড. মীর খালেদ ইকবাল বলেন, আমরা যে স্বাধীন, মুক্ত একটা দেশ পেয়েছি, মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি- এর পুরো কৃতিত্ব ছাত্র জনতার। পাবনায় যারা নিহত হয়েছে, তাদের জন্য দোয়া করি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গত ৪ ও ৫ আগস্ট পাবনায় যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করে যেন শাস্তির আওতায় আনা হয়।

আন্দোলনে আহত পাবনা টেক্সটাই ইন্জিনিয়ারিং কলেজের সাজ্জাদ হোসেন বলেন, সমন্বয়কদের কাছে অনুরোধ, পাবনাসহ সারা দেশে যারা আহত-নিহত হয়েছেন, আপনারা তাদের পাশে থাকেন। তাহলে হয়ত আমাদের সঙ্গে অনেকে এগিয়ে আসবে। আমরা আমাদের দেশটাকে সেভাবেই গড়তে পারব, আমরা যেভাবে চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার বলেন, আমরা মুক্তভাবে কথা বলছি। এটা সম্ভব হয়েছে মূলত আমাদের যারা বীর শহিদ তাদের ও তাদের পরিবারের এবং যারা আহত হয়ে রক্ত ঝরিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে । আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। একটি গ্রুপ এসে চাঁদাবাজী করছে , মামলাবাজী করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নৈরাজ্য করছে, আমাদের আন্দোলনের উদেশ্য এটা ছিল না। আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল, ফ্যাসিস্ট হাসিনার পতন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণ।

অনুষ্ঠানে শহিদ জাহিদ ও শহিদ নিলয়ের বাবা তাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া চান।