সীমান্তে বিএসএফ এর গুলিতে একের পর এক বাংলাদেশি হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আধিপত্যবাদবিরোধী মঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
নজরুল ইসলাম নাইমের সঞ্চালনায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিব বলেন, আমরা অনেক প্রাণের বিনিময়ে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। আর ভারত একের পর এক সীমান্তে হত্যা চালাচ্ছে, এটা আমরা কোনোভাবে মানতে পারছি না। ভারত কর্তৃক মানুষ কেন, আমরা একটা পাখি হত্যাও মেনে নেব না। হত্যাকাণ্ড বন্ধ না করলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতে এখন আর সেই স্থিতিশীল পরিবেশ নেই। মনিপুরে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তারা যদি আমাদের সাহায্য চায় আমরা সাহায্য করবো। আমরা কোনোভাবে সীমান্তে বাংলাদেশি হত্যা বরদাস্ত করব না। বাংলাদেশে যে ভারতীয়রা চাকরি করছে তাদেরকে বিতাড়িত করা হবে। ভারতের কোনো প্রকল্প আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না।
আধিপত্যবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক আঞ্জুম শাহরিয়ার বলেন, বিএসএফ আমাদের ভাই জয়ন্তকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ভারতের আগ্রাসন চালানোর দিন শেষ। ভারত একটি বিষফোঁড় রাষ্ট্র, যেখানে আশেপাশের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গেই তার সুসম্পর্ক নেই। ভারত দ্বিপাক্ষিক চুক্তির পরিবর্তে আগ্রাসী মনোভাব পোষণ করে সব রাষ্ট্রকেই ডোমিনেট করতে চায়। মনিপুর রাজ্য তাদের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাংলাদেশের সঙ্গে সর্বদা একপাক্ষিক ছিল, যার জন্য আমরা কোনো শক্ত অবস্থান নিতে পারতাম না। আজ আমাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি।