ক্যাম্পাস

বন্যা পরবর্তী সংকট মোকাবিলায় জাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

নারীর নিরাপত্তা ও বন্যা পরবর্তী সংকট মোকাবিলায় তহবিল সংগ্রহ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘তলপাথরের চিৎকার’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

আয়োজকরা জানান, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, পরাধীনতা থেকে মুক্তি ও বন্যা পরবর্তী সংকট মোকাবিলায় তহবিল সংগ্রহ করার লক্ষ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের বৈষম্য দূরীকরণের পথে এগিয়ে যাওয়াই এর লক্ষ্য। অনুষ্ঠান থেকে সংগৃহীত সব তহবিল বন্যার্তদের সাহায্যের জন্য প্রদান করা হবে বলে জানান তারা।

অনুষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন- আহমেদ হাসান সানি, চেতনা রহমান ভাষা ও অনিরুদ্ধ অনু, সায়েম জয়, ইমপ্লিসিট, গানপোকা, বাংলা ফাইভ, লিসান অ্যান্ড দ্যা ব্লাইন্ডম্যান, সভ্যতা ও সন্ধি, প্রবচন, প্রহরী (দি পোয়েট্রি ব্যান্ড) প্রমুখ বিশিষ্ট শিল্পী ও ব্যান্ডদল।

এছাড়া নৃত্য পরিবেশনায় ছিল- নৃত্যদল অংশী, প্রজন্ম, কাথ্যাকিয়া- দ্যা সেন্টার অফ আর্টস, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, আলিফিয়া স্কোয়াড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড্যান্স টিম প্রমুখ। আবৃত্তিতে ছিলেন- কাবেরী সুলতানা, ফাইজা মেহজাবিন, ফয়সাল রাব্বি, নারমিন সুলতানা উপমা, রুকাস প্রমুখ।

আয়োজকদের পক্ষে অভিষেক খান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই চ্যারিটি শো আয়োজন করছি। সবাই এ আয়োজনটি উপভোগ করবেন। সবাই নিজেদের জায়গা থেকে এগিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন, এই আমাদের একমাত্র প্রত্যাশা।