সারা বাংলা

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার থেকে তৌহিদুল ইসলাম মামুন নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। গ্রেপ্তার তৌহিদুল ইসলাম মামুন (৩৪) রাঙ্গুনিয়ার বগাবিল এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রানীরহাট বাজার কেবিএস কনভেনশন হলের সামনে অভিযান পরিচালনা করে মো. তৌহিদুল ইসলাম মামুনকে আটক করা হয়।

তিনি জানান, এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পিছনে কোমর থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তৌহিদুল জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।