অর্থনীতি

অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট ইস্যুর আবেদন প্রত্যাহার

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার আবেদন প্রত্যাহার করে নিয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ৩০ মার্চ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করে, যা ৩১ মার্চ স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে অনিবার্য পরিস্থিতিতে কোম্পানিটি বর্তমানে সেই আবেদনটি প্রত্যাহার করে নিয়েছে।

জানা গেছে, কোম্পানিটি ১:৫ অনুপাতে অর্থাৎ ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানিটি সংগ্রহীত এই অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে। একই সঙ্গে বিমা উন্নয়ন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনা পরিপালন করবে। কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য গত ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে। আর ইজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার নির্বাচনে গত ২৪ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।