গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিছ আলীকে (৪০) মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৫ সেপ্টেম্বর) র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে, গতকাল রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিছ আলী।