সারা বাংলা

বাঘাইছড়িতে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দলীয় পরিচয় ব্যবহার, নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা অভিযোগে বিএনপি তাদের দুই নেতাকে বহিষ্কার করেছে। রোববার (১৫ সেপ্টেম্বর)  জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সদস্য মো. নাছির ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বখতেয়ার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই দুই নেতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। কেন্দ্র ও জেলা বিএনপি থেকে বার বার নির্দেশনা দেওয়ার পরও তা অমান্য করায় দলীয় শৃঙ্খলা নষ্ট হয়েছে। তাই অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় সংগঠনের পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।