সারা বাংলা

রাস্তা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম

হবিগঞ্জের বাহুবলে রাস্তা নিয়ে বিরোধের জেরে তপন সূত্রধর (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাঙধার গ্রামে হামলাটি হয়। আহত তপন গাঙধার গ্রামের মনোরঞ্জন সূত্রধরের ছেলে।

স্থানীয়রা জানান, গাঙধার গ্রামের মৃত লীলমনি সূত্রধরের ছেলে দীপক সূত্রধরের সঙ্গে আহত তপনদের বাড়ির পেছনের রাস্তা নিয়ে বিরোধ ছিল। আজ দীপক ও তার লোকজন রাস্তায় বেড়া দিতে যান। তপন বেড়া দিতে তাদের বাধা দেন। এ নিয়ে কাটাকাটির একপর্যায়ে তপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা। চিৎকার শুনে এলাকাবাসী আহত অবস্থায় তপনকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তপনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বাহুবল মডেল থানার এএসআই ওয়ালী উল্লাহ জানান, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।