সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের গ্ৰেপ্তারের খবরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের চৌরাস্তা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে দেবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব তুহিন বসুনিয়া প্রমুখ।
বক্তারা পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কঠিন শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, গত ১৫ বছর নুরুল ইসলাম সুজন বিরোধী দলের উপর সীমাহীন নির্যাতন চালিয়েছে এবং দুর্নীতি ও অনিয়ম করেছে।
উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়।