অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র পেলো ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বন্ড ইস্যু করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২৫ এপ্রিল ১ হাজার কোটি টাকার আইবিবিপিএলসি পঞ্চম মুদারাবা রিডিমঅ্যাবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয়। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ১৬ জুলাই ব্যাংকটিকে এনওসি দেয়। এক্ষেত্রে অবশ্য ১ হাজার কোটির পরিবর্তে ৫০০ কোটির জন্য এনওসি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। যা মূলত রেগুলেটরি ক্যাপিটাল টায়ার-২ এর শর্ত পরিপালনে ইস্যু করা হবে।