খেলাধুলা

শ্রীলঙ্কাকে ৫৪ রানে অলআউট করে ম্যাচ জিতলো বাংলাদেশ

শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ জাতীয় নারী দলের সফরের শেষটা দারুণ হলো। শ্রীলঙ্কা ‘এ’ দলকে মাত্র ৫৪ রানে অলআউট করে ম্যাচ জিতেছে সফরকারীরা। শেষ ম্যাচটি জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করলো বাংলাদেশ ‘এ’ দল। প্রথম তিন ম্যাচ টানা জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করে দুই ম্যাচ হাতে রেখে। চতুর্থ ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়।

বৃহস্পতিবার পঞ্চম ম্যাচে নিজেদের দাপট ধরে রেখে বাংলাদেশ উড়িয়েছে বিজয়ের পতাকা। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটাররাই গিয়েছিলেন এই সফরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতেই এই সফরে গেছেন জ্যোতি, জাহানারারা। দাপুটে ক্রিকেট খেলে সিরিজ জেতায় মিশন সাকসেসফুল বলা যায়।

কল্টাস মাঠে ১৬.২ ওভারে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৫৪ রানে। দলের প্রথম ৮ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। নয়ে নামা চেতনা ভিমুক্তি দলের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন। পরের দুই ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিলেন রাবেয়া খান। ৩.২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া মারুফা, নাহিদা ও ফাহিমা ২টি করে উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাথি রানে রানের খাতা খোলার আগেই আউট হন। তিনে নামা মুর্শিদা খাতুন ৩ রানের বেশি করতে পারেননি। সেখান থেকে দিলারা আক্তারের ৩৩ ও নিগার সুলতানারা ১৪ রানে বাংলাদেশ সহজেই ৮ উইকেটের জয় তুলে নেয়।

আগামীকাল নারীদের দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় নারী দলের পরবর্তী মিশন বিশ্বকাপ। শারজায় আগামী ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 'বি' গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড (৫ অক্টোবর), ওয়েস্ট ইন্ডিজ (১০ অক্টোবর) ও দক্ষিণ আফ্রিকা (১২ অক্টোবর)। টুর্নামেন্ট শুরুর আগে ২৮ সেপ্টম্বর শ্রীলঙ্কা ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।