শেরপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া পশ্চিম পাড়ায় গ্রামে তার মৃত্যু হয়।
নিহত ওই শিশুর নাম আলিফ মিয়া (১০)। সে কামারিয়া ইউনিয়নের খুনুয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং ভিমগঞ্জ মডেল স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, আলিফ বিকালে ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয়। গরমে ফুটবল খেলা শেষে জংগলদী সড়কঘাট মৃগী নদীতে যায়। দুই বন্ধু একসঙ্গে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। তার বন্ধু তীরে ফিরতে পারলেও আলিফ ডুবে যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।