খেলাধুলা

দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮

:: সংক্ষিপ্ত স্কোর :: ভারত ২য় ইনিংস: ৮১/৩ (২৩ ওভারে) (লিড: ৩০৮) বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ (৪৭.১ ওভার) ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০ (৯১.২ ওভার)

৩০৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৪৯ রানে অলআউট করেও ফলোঅন করায়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে তারা। লিড পেয়েছে ৩০৮ রানের।

রোহিত শর্মা (৫), যশস্বী জয়সওয়াল (১০) ও বিরাট কোহলি (১৭) আউট হয়েছেন। শুভমান গিল ৩৩ ও ঋষভ পন্ত ১২ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

বাংলাদেশের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা ১টি করে উইকেট নিয়েছেন।

কোহলিকে ফেরালেন মিরাজ: বিংশতম ওভারে গিয়ে আরও একটি উইকেট পেলো বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের করা দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন বিরাট কোহলি। ৩৭ বল খেলে ২ চারে ১৭ রান করে যান কিং কোহলি। শুভমান গিলের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন ঋষভ পন্ত। ২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৭৮। গিল ৩২ ও পন্ত ১০ রান নিয়ে ব্যাট করছেন। ভারতের লিড বেড়ে হয়েছে ৩০৫।

গিল-কোহলির ব্যাটে ৫০ পেরুলো ভারত: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় ভারত। ১৫ রানের মাথায় রোহিত (৫) ও ২৮ রানের মাথায় জয়সওয়াল (১০) ফেরেন সাজঘরে। সেখান থেকে জুটি বাঁধেন শুভমান গিল ও বিরাট কোহলি। তাদের দুজনের ব্যাটে ভর করে ভারতের সংগ্রহ ৫০ পেরিয়েছে। কোহলি ৫ ও গিল ২২ রান নিয়ে ব্যাট করছেন। ভারতের সংগ্রহ ২ উইকেটে ৫২। লিড বেড়ে হয়েছে ২৭৯।

নাহিদ রানার শিকার জয়সওয়াল: সপ্তম ওভারে গিয়ে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। নাহিদ রানা বোলিংয়ে এসেই ফেরালেন যশস্বী জয়সওয়ালকে। তার করা ১৪২.৮ কিলোমিটার গতির চতুর্থ বল জয়সওয়ালের ব্যাট ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে জমা হয়। দলীয় রান ছিল তখন ২৮। ১৭ বল খেলে ২ চারে ১০ রান করে যান প্রথম ইনিংসে ৫৬ রান করা এই উদ্বোধনী ব্যাটসম্যান। শুভমান গিল ৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন কিং কোহলি।

রোহিতকে ফেরালেন তাসকিন: তৃতীয় ওভারের তৃতীয় বলেই সাফল্য পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের করা শর্ট অব লেন্থের বল রোহিতের ব্যাট ছুঁয়ে তৃতীয় স্লিপে জাকির হাসানের তালুবন্দি হয়। ৭ বল খেলে ১ চারে ৫ রান করে যান হিটম্যান। জয়সওয়াল ১০ রান নিয়ে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গে যোগ দিয়েছেন শুভমান গিল।

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামলো ভারত: ২২৭ রানের লিড নিয়েও বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত। তারা আবার ব্যাটিংয়ে নেমেছে। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল ব্যাট করছেন। লিড বাড়িয়ে কোথায় গিয়ে থামে ভারত দেখার বিষয়।

দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে গেল বাংলাদেশ: ভারতের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ ৪৭.১ ওভারে অলআউট হলো ১৪৯ রানে। যা ভারতের বিপক্ষে বাংলাদেশের পঞ্চম সর্বনিম্ন রান। এর আগে ২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ১২৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে ২০১৯ সালে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

আজ মোহাম্মদ সিরাজের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন নাহিদ রানা। তিনি ১১ বলে ২ চারে ১১ রান করেন। আর মেহেদী হাসান মিরাজ ৫২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে আছে ২২৭ রানে। এখন দেখার বিষয় বাংলাদেশকে দিয়ে ফলোঅন করায় কিনা স্বাগতিকরা।

বল হাতে জাসপ্রিত বুমরাহ ১১ ওভারে ১ মেডেনে ৫০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন সিরাজ, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা।

..............................................................................................এআই

হাসানকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ সাকিবের বিদায়ের পর মিরাজকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন হাসান। অবস্থা দেখে চা বিরতির আগে শেষ ওভার করতে বুমরাকে ফিরিয়েছিলেন রোহিত। ওই ওভারের পঞ্চম বলেই হাসান মাহমুদকে তুলে নিলেন বুমরা। ২২ বলে ৯ রান করেছেন হাসান।

বাংলাদেশ হারালো অষ্টম উইকেট। এখনো ভারতের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ২৬৪ রানে। ফলো অন এড়াতে হলেও বাংলাদেশকে আরও ৬৫ রান করতে হবে। ক্রিজে আছেন ১২ রান করা মিরাজ।

লিটনের পথে সাকিবও এক ওভার আগেই বিদায় নিয়েছেন লিটন দাস। সাকিব নিজে সেটা ক্রিজে থেকেই দেখলেন। তাও সাবধান হলেন না কিংবা শিক্ষা নিলেন না। রবীন্দ্র জাদেজাকে সুইপ করে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন লিটন দাস। একই পথ ধরে সাকিব করলেন রিভার্স সুইপ।

ঠিকমতো ব্যাটে পাননি। বল সাকিবের ব্যাটে লেগে তাঁর বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়েছে। টিভি আম্পায়ার রিপ্লে দেখে তাকে আউট ঘোষণা করেন। ৬৪ বলে ৩২ রান করে ফিরলেন সাকিব।

বাংলাদেশের রান ৩২ ওভারে ৭ উইকেটে ৯৪। ভারতের প্রথম ইনিংস থেকে ২৮০ রানে পিছিয়ে বাংলাদেশ।

লিটনের আত্মহুতি টেস্ট ক্রিকেটে এমন পরিস্থিতিতে এই শটকে স্রেফ আত্মহত্যা বলা যায়। সেটাই করলেন লিটন দাস। স্বেচ্ছায় বিলিয়ে দিয়ে এলেম উইকেট। সেই সিঙ্গে ভাঙলো সাকিবের সঙ্গে তার প্রতিরোধ।

বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে প্রথম সুইপ খেলার চেষ্টা করেছিলেন লিটন। উদ্দেশ্য ছিল ছক্কা। কিন্তু বল তুলে দিলেন আকাশে। লং লেগ থেকে দৌড়ে এসে ক্যাচটি নিয়েছেন বদলি ফিল্ডার ধ্রুব জুরেল।

শেষ হলো লিটনের ৪২ বলে ২২ রানের ইনিংস। এর মধ্য দিয়ে সাকিব ও লিটনের ৯৪ বলে ৫১ রানের জুটিও ভাঙল। ক্রিজে সাকিবের (৩২*) নতুন সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

সাকিব-লিটনে প্রতিরোধ সাতসকালে ভারতকে গুটিয়ে দিয়ে ব্যাটিং করতে নেমে ধ্বসের মুখোমুখি হয় বাংলাদেশ। ৪০ রানেই নেই ৫ উইকেট। এই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করার মিশনে নেমেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজন ছাড়িয়েছেন ৫০ রানের জুটি।

সাকিবের সঙ্গে টেস্টে সর্বোচ্চ ১০৩ রানের জুটি আছে লিটনের। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ উইকেটে এই জুটি গড়েছিলেন দুজন। কিন্তু আজ আরও বেশি রানের জুটি গড়ার চ্যালেঞ্জ দুজনের সামনে।

উইকেট হারানোর মিছিলে মুশফিক ভারতীয় বোলারদের তোপে একের পর এক বাংলাদেশী ব্যাটাররা সাজঘরে ফিরছেন, ভরসা হয়ে ছিলেন মুশফিক। তাকে ফিরতে হলো উইকেট হারানোর মিছিলে যোগ দিয়ে। ফেরালেন বুমরাহ।

ভারতীয় পেসারের গুড লেংথের বলটা খানিক লাফিয়ে উঠে সুইং করলো, ব্যাট ছুঁয়ে জমা হলো সেকেন্ড স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের হাতে। ১৪ বলে ৮ রান করেছেন মুশফিক।

ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী লিটন দাস।

শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। এবার বিদায় নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে বিদায় করেছেন মোহাম্মদ সিরাজ।

সিরাজের করা অফ স্টাম্পের বলটা বেরিয়ে যাচ্ছিলো। সেই বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৩০ বলে ২০ রান করা নাজমুলের আউটে বাংলাদেশের স্কোর এখন ৪ উইকেটে ৩৬ রান।

নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। সঙ্গে ৮ রানে অপরাজিত মুশফিকুর রহিম।

মুমিনুলও টিকলেন না জাকিরের বিদায়ের পরের বলেই বিদায় নিলেন মুমিনুল হক। টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বিপাকে ফেলছেন আকাশ দিপ। কোন রান না করেই ফিরলেন মুমিনুল।

জাকির আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন মুমিনুল হক। আকাশের ফুড লেংথের বলটা তার ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করলো স্টাম্পে। এ যেন জাকিরের আউটের রিপ্লে।

জাকিরের স্টাম্প ছত্রখান! জাকির ভালোই খেলছিলেন। তবে বুমরাহ ও সিরাজকে ভালোভাবে সামলাতে পারলেও আকাশ দিপকে সামলাতে পারলেন না। প্রথম বলেই বোল্ড। ৯ম ওভারের প্রথম বলে রাউন্ড দ্য উইকেট থেকে আকাশের অ্যাঙ্গেল ডেলিভারিতে ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল মাঝের স্টাম্প ফেলে দিয়েছে।

ক্রিজে নাজমুলের সঙ্গী মুমিনুল।

শুরুতেই ফিরলেন সাদমান বুমরাহকে নিয়ে একটা ভয় ছিল। সেই ভয় সাদমানের মনে ঝেঁকে বসেছিল কিনা কে জানে। বুমরাহর অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দেন সাদমান। পেছনে তাকিয়ে দেখেন অফ স্টাম্পের বেল নেই! শুরুতেই বিয়াদ্য নিলেন বাঁহাতি ওপেনার।

৬ বলে ২ রান করেন সাদমান। জাকির হাসানের সঙ্গে যোগ দিতে ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

হাসানের রেকর্ড বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ভারতের মাঠে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। চার ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। আগেরটি নিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে।

বাংলাদেশের পেসারদের মধ্যে দেশের বাইরে একাধিক ৫ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হাসান। ২০১৩ সালে জিম্বাবুয়েতে দুইবার ৫ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম শিপলু।

৩৭৬ রানে গুটিয়ে গেল ভারত তাসকিন অশ্বিনের উইকেটটি নেওয়ার পর ভারতের অল আউট ছিল সময়ের ব্যাপার। হাসান বাকি কাজটা সেরে নেন বুমরাহকে আউট করে। সেই সঙ্গে তুলে নিলেন ব্যাক টু ব্যাক ফাইফার। ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৭৬ রানে।

৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। আজ ১১.২ ওভার খেলে বাকি ৪ উইকেট হারায় তারা। এর মধ্যে তাসকিন নিয়েছেন ৩ উইকেট, হাসান ১ উইকেট।

ভারতের প্রথম ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৯টি নিয়েছেন বাংলাদেশের পেসাররা। বাকি ১টি উইকেট স্পিনার মিরাজের।

তাসকিনের স্লোয়ারের ফাঁদে আউট অশ্বিন! ভারতের ইনিংস চারশর কাছাকাছি পৌছানোর কৃতিত্ব পুরোটাই অশ্বিনের। তার বিদায়ের পরই শেষ হয় ভারতের ইনিংস। তাকে বিদায় করেন তাসকিন। ৯১তম ওভারে তাসকিনের স্লোয়ার তুলে খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি অশ্বিন। মিড অফ থেকে দৌড়ে ক্যাচটি নিয়েছেন নাজমুল। ২ ছক্কা ও ১১ চারে ১৩৩ বলে ১১৩ রানের ইনিংসটি সাজিয়েছেন অশ্বিন।

ক্রিজে বুমরার সঙ্গে শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ।

আকাশকেও ফেরালেন তাসকিন জীবন পেয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না আকাশ দিপ। তাসকিন আহমেদের বলে বড় শট খেলার চেষ্টায় মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই পেসার। যাওয়ার আগে ৩০ বলে ১৭ রান করেন তিনি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান জাসপ্রিত বুমরাহ। ১২৮ বলে ১১২ রানে অপরাজিত রবিচন্দ্রন অশ্বিন। ৮৯ ওভারে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ৩৭১ রান।

সাকিবের ক্যাচ মিস দিনের শুরুতেই নিজের দ্বিতীয় উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। তবে সাকিব সেটা হতে দিলেন না। তার ক্যাচ মিসে বেঁচে গেলেন আকাশ দীপ।

তাসকিনকে তুলে মারতে গিয়ে বল উঁচুতে তুলে ফেলেছিলেন আকাশ। স্কয়ার লেগে থাকা সাকিব পেছনে গিয়ে বল পর্যন্ত পৌঁছালেও বল তার হাত ফসকে গেছে।

ভারতের রান ৭ উইকেটে ৩৫৪। অশ্বিন ১০৭ ও আকাশ দীপ ৯ রানে ব্যাট করছেন।

সকালেই জাদেজাকে ফেরালেন তাসকিন দ্বিতীয় দিনের সকালেই সাফল্য পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের হাত ধরে তৃতীয় ওভারেই এলো উইকেট। সেট ব্যাটার রবীন্দ্র জাদেজাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান বাংলাদেশী পেসার।

আগের দিনের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি জাদেজা। ৮৬ রানেই ফিরলেন ভারতীয় বাঁহাতি। নতুন ব্যাটসম্যান আকাশ দীপ। ভারতের রান ৭ উইকেটে ৩৪৩। অশ্বিন অপরাজিত ১০৬ রানে।

দ্বিতীয় দিনের খেলা শুরু শুরু হলো চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আজ বাংলাদেশের লক্ষ্য দ্রুত ভারতকে গুটিয়ে দেওয়া। ভারতের লক্ষ্য আরও এগিয়ে যাওয়া। আজ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাটিং প্রথম দিনের তুলনায় সহজ হবে। কারণ সকালে উইকেটে ময়েশ্চার কম মনে হয়েছে তাঁর কাছে। আর আকাশও পরিস্কার।

ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নতুন বল সামলাতে হবে দ্বিতীয় দিন সকালে। নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।