সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি (প্রায় ২২ মণ) ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইলিশ মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির মৌলারপাড় নামক সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভারতে পাচারকালে বাংলাদেশ ভারতের সীমান্তে মেইন পিলার ১২৩৪/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার গভীর রাতে দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করি। জব্দকৃত ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হবে।