রোববার রাতে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৬ মিনিটের মাথায় ইনজুরি আক্রান্ত হন সিটি তারকা রদ্রি। আর সেই ইনজুরির কারণে এই মৌসুমে আর খেলা হবে না তার। রদ্রির পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। সোমবার রাতে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন।
সেখানে মার্কার রবাত দিয়ে বলা হয়েছে, ২৮ বছর বয়সী স্প্যানিশ তারকা ইংল্যান্ড থেকে মাদ্রিদে ফিরে আসতেছেন। সেখানে তার আরও কয়েকটি স্ক্যান করা হবে। এরপর তিনি একাধিক বিশেষজ্ঞের শরনাপন্ন হবেন। তারপর সিদ্ধান্ত নিবেন অস্ত্রোপচারের।
ঠিক কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন সেটা নির্দিষ্ট করা বলা যাচ্ছে না। তবে তিনি যে ২০২৩-২৪ মৌসুমে আর খেলতে পারবেন না সেটা মোটামুটি নিশ্চিত।
স্কাই ব্লুজদের হয়ে মিডফিল্ডে রদ্রির ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। লম্বা সময় তাকে না পাওয়াটা পেপ গার্দিওলার জন্য সমস্যার। যেহেতু তিনি এই মৌসুমে আরও বেশ কয়েকটি শিরোপা জেতার পরিকল্পনা নিয়ে নেমেছেন। সেই পরিকল্পনায় রদ্রির অভাব খুব করে টের পাবেন তিনি সেটা বলাই যায়।