সরকার পতনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত জুনায়েদ ইসলাম রাতুলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমানের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
হোসনা আফরোজা বলেন, ‘ছোট রাতুল এখন জাতির শ্রেষ্ঠ সন্তান। সে শুধু বগুড়ার নয়, গোটা দেশের সম্পদ। রাতুলের মতো সোনার টুকরোদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারলেই শহিদদের আত্মা শান্তি পাবে।’
জেলা প্রশাসক এসময় রাতুলের খুনিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যদের মধ্যে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও নিহত রাতুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট (সোমবার) বিকেলে সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিলে যোগ দেয় রাতুল। বগুড়া সদর থানা এলাকায় পুলিশের ছররা গুলিতে আহত হয় সে। ৪৯ দিন পর গত সোমবার ভোরে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যায় রাতুল।
নিহত রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাযা শেষে গতকাল মঙ্গলবার সকালে তার মরদেহ বগুড়ায় আনা হয়। সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদরাসা মাঠে রাতুলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে নামাজগড় গোরস্থানে তাকে দাফন করা হয়।