বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু তার প্রেতাত্মারা এখনও দেশের মধ্যেই আছে। তারা এখন দেশের মধ্যে থেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।
ফখরুল ইসলাম বলেন, ‘দেশের মধ্যে থেকে তারা ষড়যন্ত্র করছে, তারা যে লুটপাট, চুরি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, এগুলো ভুলতে পারছে না। তারা ভাবছে, যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আবার চুরি করতে পারতাম, লুটপাট করতে পারতাম। এ জন্যই দেশের শিল্পকারখানা, বিশেষ করে পোশাক শিল্প ধ্বংসের জন্য উঠেপড়ে লাগছে। তাদের সঙ্গে বাহিরের শক্তি কাজ করছে। তারাই করছে, যাদের স্বার্থ রয়েছে; তারা জানে আমাদের শিল্প ধ্বংস হলে তাদের দেশে কাজ চলে যাবে।’
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এ শিল্পকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা নেতাকর্মীরা সবাই মিলে শ্রমিকদের সঙ্গে নিয়ে এদের প্রতিহত করুন। মনে রাখবেন, দেশের ৫০ লাখ মানুষ এ পেশার সঙ্গে জড়িত। আমাদের বৈদেশিক আয়ের সিংহভাগ এ শিল্প থেকে আসে।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে ফখরুল বলেন, ‘তার সময় আমাদের অনেক মানুষকে হত্যা করেছে, শ্রমিক দিনমজুর, ছাত্রদের হত্যা করেছে। নিজে ক্ষমতায় থাকার জন্য পুরো রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে নির্যাতন করেছে। এখন আমরা দম ফেলতে পারছি, রাতে শান্তিতে ঘুমাতে পারছি।’
অন্তবর্তী সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘ড. ইউনুসকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে। তিনি দেশের কয়েকজন বিশিষ্ট লোকদের নিয়ে সরকার গঠন করেছেন। আমরা তাদের বলেছি, আওয়ামীলীগের জঞ্জালমুক্ত করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে। আমরা ভোট দিতে চাই, ভোটের মাধ্যমে সরকার ও পার্লামেন্ট নির্বাচন করতে চাই। আমরা ভারত সরকারকে বলেছি, যিনি খুনি, দোশে গণহত্যা চালিয়েছে, অসংখ্য খুনের মামলার আসামি, যিনি দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, তাকে আশ্রয় দিবেন? তারা আমাদের কথার জবাব দেননি। আমরা বর্তমান অন্তবর্তী সরকারকে বলেছি, অবিলম্বে দেশ ধ্বংসকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত পাঠাতে চিঠি দেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান ও হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ। সমাবেশে মহানগর ও জেলার শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।