আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার-২০২৪ পেলেন কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আবু খালেদ পাঠান ফাউন্ডেশন, কিশোরগঞ্জের উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও চিন্তক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি কবি ফারুক মাহমুদ, এয়ার ভাইস মার্শাল (অব.) ও কবি এম সানাউল হক, সাংবাদিক ও প্রাবন্ধিক কাজল রশীদ শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক ও লেখক, সম্পাদক ফয়সাল আহমেদ।
কফিল আহমেদের জন্ম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তিনি মূলত লিটল ম্যাগাজিনকেন্দ্রিক সাহিত্যচর্চায় মনোযোগী। আর আফরোজা সোমা সাহিত্যচর্চার পাশাপাশি পেশায় বিশ্ববিদ্যালয় শিক্ষক।