আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানের কৌশলগত অবকাঠামো, যেমন গ্যাস বা তেল ক্ষেত্র কিংবা সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে ইসরায়েল। বুধবার ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলাও চালাতে পারে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এক্সিঅস এ তথ্য জানিয়েছে।

লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের তেল স্থাপনায় আক্রমণ দেশটি অর্থনীতিকে ধ্বংস করতে পারে।

বুধবার ইরানের বিপক্ষে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে কোনো কিছু অবশ্য জানা যায়নি।

মঙ্গলবার রাতেই ইরানের হামলা প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছিলেন, ‘আজ রাতে ইরান অনেক বড় ভুল করলো। তাদেরকে এর দাম দিতে হবে। যে দেশ আমাদের ওপর হামলা চালাবে আমরা তাদের ওপর পাল্টা হামলা চালাব।’