বিনোদন

রাফি-মিষ্টিকে নিয়ে তমা মির্জার ভাষ্য

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাত। কয়েক মাস আগে দ্বন্দ্বে জড়ান তারা। পরস্পরের বিরুদ্ধে ১০/২০ কোটি টাকার মানহানির মামলা করারও হুমকি দেন। সর্বশেষ শিল্পী সমিতির মধ্যস্থতায় তা মীমাংসা হয়। কেউ কেউ প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান— এই ঘটনার নেপথ্যে কি নির্মাতা রায়হান রাফি?

সম্প্রতি রাহাত সাইফুলের উপস্থাপনায় ‘রাইজিংবিডি স্পেশাল’-এ হাজির হন তমা মির্জা। এসময় বিষয়টি জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘আমি উনাকে (মিষ্টি) নিয়ে কখনো কথা বলিনি। উনি ভালো ভালো কাজ করছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি যখন দেখলাম, এরকম কিছু কথা হয়েছে যে— তার নখের যোগ্যতাও কারো নেই, পিটানোর বিষয়সহ নানা কথা হয়েছে। আমি এতটুকু বিশ্বাস করি, উনাকে ওই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে বলেই এসব কথা বলছেন। মূলত, একজন উপস্থাপককে নিয়ে কথা বলা হয়েছে।’

সমালোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে কথা বলেন মিষ্ট জান্নাত। কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছালে ফেসবুকে পোস্ট দেন তমা মির্জা। বিষয়টি নিয়ে ‘সুড়ঙ্গ’খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘যত যাই হোক এটা নিয়ে এইভাবে কথা না বললেও হয়। আমাদের জিনিসটা আমরা নিজেরা বসে মীমাংসা করে ফেলি। শুধু আমি না, আরো অনেকেই চাচ্ছিলেন এর সমাধান হোক। যেহেতু সে অনেক বলে ফেলছে। দিনে শেষে ও করলে আমি গালি খাই, আমি করলে সে গালি খায়। কারণ আমরা একই ঘারানার মানুষ। যখন দেখলাম, ওপেনলি অনেক কথা হচ্ছে, তখন আমি একটা স্ট্যাটাস দিলাম। এটাকে উনি ব্যক্তিগতভাবে নিলেন এবং আমাকে নিয়ে প্রচুর কথা বললেন।’

‘বলার পরে উনাকে জিজ্ঞাস করা হলো, তখন বললেন, আমি নাকি উনাকে ঈর্ষা করি। কেন জেলাস করি? জীবনে প্রথম শুনলাম উনার সঙ্গে কোনো এক পরিচালকের মিটিং হয়েছে। কিন্তু নাম বলেননি। কিন্তু সব জায়গায় আমার নাম আর রাফির নাম আসলো। বিষয়টি মানুষ বুঝতে পেরেছেন।’ বলেন তমা মির্জা।

প্রশ্ন ছুড়ে দিয়ে তমা মির্জা বলেন, ‘যেখানে রাফি এত এত সেলিব্রিটি নিয়ে কাজ করছে। সেখানে কাউকে পছন্দ হলো না উনাকেই পছন্দ হলো! উনি যে বললেন, মেবি জেলাস। এই কথা কেন বললেন? আমি কি রাফিকে বলছি আমি জেলাস? রাফি বলতে পারবে কখনো? রাফিকে ডাকেন।’

শোবিজের নায়িকারা নিজেদেরকে আকর্ষণীয় করে তুলতে শরীরের বিভিন্ন স্থানে প্লাস্টিক সার্জারি করে থাকেন। অন্যদের মতো চিত্রনায়িকা তমা মির্জাও প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়েও রাইজিংবিডি স্পেশালে মুখ খুলেন তমা।

প্লাস্টিক সার্জারির খরচের বিষয়টা উল্লেখ করে তমা মির্জা বলেন, “প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না। যেসব দেশে হয়, সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে ৪০-৫০ লাখ টাকা খরচ হয়। তারপর সেটা মেইনটেইন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সঙ্গে তো একটা ট্যাগ লাগিয়ে দেয় ‘সুগার মাম্মি’, ‘সুগার ড্যাডি’ এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না।”

২০২২ সালে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথম রায়হান রাফির নির্দেশনায় অভিনয় করেন তমা মির্জা। সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে বরাবরই সম্পর্কের ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন দুজনেই। তারা ‘ভালো বন্ধু’ বলেই মন্তব্য করেছেন রাফি-তমা।

এবারো রাফির সঙ্গে প্রেমের সম্পর্কের খবরটি ‘মিথ্যা’ বলে দাবি করলেন তমা। তার ভাষায়— ‘গুজবের তো মা-বাপ নাই। আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে, আমি প্লাস্টিক সার্জারি করেছি। কিছুদিন আলোচনা হয়েছে, পরিচালকের সঙ্গে প্রেম করছি। সেই নির্মাতাকে কারো সঙ্গে কাজ করতে দিই না। তার সব কাজ আমিই করি। আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। কিন্তু এসবই গুজব।’