আন্তর্জাতিক

হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষনেতার অবস্থানে ইসরায়েলের হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য নেতা হাশিম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে হামলায় সাফিউদ্দিন হতাহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। তাকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ইসরায়েলি কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সাফিউদ্দিন বৈরুতের দাহিহের এলাকার একটি বাঙ্কারে সিনিয়র হিজবুল্লাহ নেতাদের একটি বৈঠকে যোগদান করছিলেন। ওই এলাকার আশেপাশে যেখানে এক সপ্তাহ আগে একই ধরনের হামলায় নাসরাল্লাহ নিহত হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ১১ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাটিতে মিশে গেছে অনেক আবাসিক ভবন।

হিজবুল্লাহর দুই নেতৃস্থানীয় ব্যক্তির একজন সাফিউদ্দিন। তিনি নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর স্বজন। নাসরাল্লাহর মৃত্যুর পর ধারণা করা হচ্ছে, তিনি সংগঠনের দায়িত্ব পাবেন।