ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লিখিত এলাকার আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (১০) ও সালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিলয় ও নাজিফা বাড়ির পাশে খালি জায়গায় খেলছিল। সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তার থাকায় জায়গাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। খেলার সময় দুজন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দুজনকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।