আন্তর্জাতিক

ছত্তিশগড়ে নিহত ৩৬ মাওবাদী

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৩৬ মাওবাদী। শুক্রবার নারায়ণপুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

পুলিশ জানিয়েছে, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। নারায়ণপুর ও দান্তেওয়াড়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এ যৌথ অভিযান চালায়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গোলাগুলির মুখে মাওবাদীরা পিছু হটতে বাধ্য হয়। পরে সেখান থেকে ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর ও প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গত এপ্রিল মাসের পর থেকে মাওবাদী দমন অভিযানে এটাই নিরাপত্তাবাহিনীর সবচেয়ে বড় সাফল্য বলে আখ্যা দেওয়া হচ্ছে।