রংপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ অক্টোবর) নগরীর মিনি মার্কেট ও সিটি বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
তিনি বলেন, খুচরা পর্যায়ে প্রতি হালি ডিম (লাল) ৫২ চাকা নির্ধারণ করা হলেও বাজারে তা ৫৫-৫৬ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে হাফিজ ডিম ঘরকে ৩ হাজার ও রংপুর ডিম ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।