মানিকগঞ্জ সদর উপজেলায় ২৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আব্দুল আলিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব। এর আগে, গতকাল রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল আলিম সদর উপজেলার উচুটিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মার্কেটে সহকারী হিসেবে কাজ করেন।
র্যাব জানায়, গত ১৬ সেপ্টেম্বর এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন আব্দুল আলিম। এ সময় ওই নারী ডাক-চিৎকার করলে আব্দুল আলিম পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আব্দুল আলিমকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন।