আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কোনো প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল। এর মানে হচ্ছে, ইসরায়েল যেকোনো সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, ইসরায়েল প্রতিশোধ নিতে হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকীর দিনটি ব্যবহার করবে কিনা তা ‘বলা সত্যিই কঠিন।’

তিনি বলেছেন, ‘আমরা শক্তি ব্যবহারের পাশপাশি কিছুটা প্রজ্ঞার প্রত্যাশা করি। কিন্তু আপনি জানেন, এর কোনো নিশ্চয়তা নেই।’

গত সপ্তাহে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার পরপর ইসরায়েল জানিয়েছে, তারা এর চরম প্রতিশোধ নিবে। এমনকি তারা ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা চালাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহের শুরুতে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে ইসরায়েলের হামলাকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের কখন হামলা চালাবে সে সম্পর্কে মার্কিন কর্মকর্তাদেরও এখনো স্পষ্টতা নেই। তবে প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার জানিয়েছিলেন, ইসরায়েল ‘তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে না।’