রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৬ অক্টোবর) বিকালে রাজধানী ঢাকার বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।